future startup logo
Subscribe

‘নিরাপদ কৃষি সম্মাননা ২০২৫’: আবেদন ও মনোনয়ন আহবান

‘নিরাপদ কৃষি সম্মাননা ২০২৫’, ফিউচার স্টার্টআপ এবং খাস ফুড লিমিটেডের একটি যৌথ উদ্যোগ, যার মাধ্যমে আমরা বাংলাদেশে নিরাপদ খাদ্য ও কৃষিতে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫ জন ব্যক্তিকে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করব। আবেদন ও মনোনয়ন প্রক্রিয়া এখনই শুরু হয়েছে, আবেদন ও মনোনয়নের লিংক এখানে পাওয়া যাবে এটির ইংরেজি ভার্সন এখানে পাওয়া যাবে


ফিউচার স্টার্টআপ, খাস ফুড লিমিটেডের সাথে সহযোগিতায়, ‘নিরাপদ কৃষি সম্মাননা ২০২৫’ জন্য আবেদন ও মনোনয়নের আহবান করতে পেরে আমরা আনন্দিত। এই পুরস্কার বাংলাদেশে নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখা ২৫ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করবে। 

এই বছর ছয়টি খাতে আমরা পুরস্কারটি প্রদান করবোঃ কৃষক, স্থানীয় কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সরকার, শিক্ষা, বেসরকারি খাত ও মিডিয়া। 

এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশে নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে উদ্ভাবন ও নেতৃত্বকে অনুপ্রাণিত করা। 

এই পুরস্কারের লক্ষ্য হলো সেই দূরদর্শী, উদ্ভাবক ও পরিবর্তনকারীদের সম্মাননা জানানো, যারা নিরাপদ খাদ্য, পুষ্টি এবং নিরাপদ ও টেকসই কৃষি পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের খাদ্য ব্যবস্থাকে রূপান্তরিত করছেন।  

আপনি যদি একজন কৃষক হন যিনি রিজেনারেটিভ অথবা প্রাকৃতিক কৃষি পদ্ধতি প্রয়োগ করছেন, একজন গবেষক যিনি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছেন, কৃষিসংক্রান্ত নীতিনির্ধারক হিসেবে নীতিগ্রহণে ভূমিকা রাখছেন, একজন উদ্যোক্তা যিনি একটি স্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থা গড়ে তুলছেন, অথবা একজন সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটর যিনি বাংলাদেশে নিরাপদ ও টেকসই কৃষি পদ্ধতির প্রচার ও সক্ষমতা বৃদ্ধি করছেন—আমরা আপনার গল্প শুনতে চাই।    

২০২৫ সালের সম্মাননার জন্য আবেদন ও মনোনয়ন প্রক্রিয়া এখন শুরু হয়েছে।  

বিবেচ্য খাত:

এই বছর সম্মাননাটি নিম্নলিখিত খাতে গুরুত্বপূর্ন কাজ করছেন এবং উল্লেখযোগ্য ইমপ্যাক্ট রেখেছেন এমন ব্যক্তিদের দেওয়া হবেঃ 

  • পুনরুৎপাদনশীল (regenerative) ও প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজ 
  • নিরাপদ কৃষি ও খাদ্য সম্পর্কিত নিয়মাবলি নিয়ে সচেতনতা গড়ে তোলা
  • নিরাপদ খাদ্য ও কৃষির বিভিন্ন ক্ষেত্রে পলিসিগত উন্নয়ন 
  • মিডিয়ায় নিরাপদ খাদ্য ও কৃষিকাজের পক্ষে প্রচারণা চালানো 
  • কৃষিক্ষেত্রে টেকসই সমাধান  
  • পরিবেশবান্ধব প্যাকেজিং ও বর্জ্য হ্রাস  
  • নিরাপদ খাদ্য এবংকৃষি বিষয়ক প্রযুক্তির উদ্ভাবন 
  • নিরাপদ খাদ্য পণ্যের জন্য বাজার উন্নয়ন  
  • নিরাপদ কৃষির জন্য ইকোসিস্টেম গঠন  
  • নিরাপদ কৃষি শক্তিশালীকরণে কৃষককে সহায়তা প্রদান   

যে সব বিভাগে সম্মাননা দেয়া হবেঃ 

নিচে উল্লেখিত সেক্টরে কাজ করেছেন এবং উপরে উল্লেখিত খাতসমূহে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মাননাটি দেওয়া হবে। তবে এর বাইরেও সম্মাননাটি দেয়ার সুযোগ থাকবে।  

  • কৃষক ও কৃষিক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের নেতা 
  • সরকার ও পলিসি পর্যায়ে নীতি নির্ধারক  
  • শিক্ষাবিদ ও গবেষক  
  • এনজিও ও কমিউনিটি চ্যাম্পিয়ন  
  • বেসরকারি খাতের উদ্ভাবক  
  • মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর  

যোগ্যতার মানদণ্ড  

আমরা এমন ব্যক্তিদের খুঁজছি যারা:  

  • ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ন্যূনতম ৫ বছরের প্রাসঙ্গিক খাতে গুরুত্বপূর্ন কাজ করেছেন এবং ইম্প্যাক্ট রেখেছেন 
  • নিরাপদ খাদ্য এবং টেকসই কৃষি সম্প্রসারনের কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন
  • নিরাপদ ও টেকসই কৃষি অনুশীলনের ক্ষেত্রে পরিমাপযোগ্য প্রভাব প্রদর্শন করেছেন  
  • বাংলাদেশে নিরাপদ ও টেকসই খাদ্য ব্যবস্থা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেখিয়েছেন  

বাছাই প্রক্রিয়া: 

নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে আবেদনগুলি মূল্যায়ন করা হবেঃ  

  • পরিমাপ করা যায় এমন উল্লেখযোগ্য অবদান   
  • উদ্ভাবন ও সৃজনশীলতা  
  • দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি ধরে রাখা
  • খাত ও আঞ্চলিকভিত্তিক প্রতিনিধিত্ব  

কী কী সুবিধা পাবেন—কেন আবেদন করবেন 

  • বাংলাদেশে নিরাপদ খাদ্য ও নিরাপদ কৃষি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন এমন প্রথমসারির ব্যক্তিবর্গ ও পৃষ্ঠপোষকদের মধ্যে স্থান পাবেন
  • একটি ডিজিটাল প্রকাশনা এবং খুবই উচ্চ মানসম্পন্ন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারবেন
  • শিল্প নেতা ও অন্যান্য গুরুত্বপূর্ন ব্যক্তিদের সাথে নেটওয়ার্কিং সুযোগ   
  • খাদ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনে উৎসাহ প্রদানের একটি পরিসর বা প্ল্যাটফর্ম
  • আপনার কাজ দ্রুত এগিয়ে নিতে সম্ভাব্য সহায়তা  

কিভাবে অংশ নেবেন  

আপনি বা আপনার পরিচিত কেউ যদি নিরাপদ খাদ্য ও নিরাপদ কৃষির পরিবর্তনে কাজ করে থাকেন, তাহলে আমরা আপনাকে আবেদন করতে বা সেই ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য উৎসাহিত করছি। আবেদন বা মনোনয়ন জমা দেওয়ার জন্য নিচের আবেদন ফর্মটি পূরণ করুন এবং জমা দিন:  

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন/মনোনয়নের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২৫  
  • বিজয়ীদের ঘোষণা: ৩০ মে ২০২৫  
  • পুরস্কার বিতরণী অনুষ্ঠান: ৮ জুন ২০২৫   

চলুন, নিরাপদ কৃষি আন্দোলনে যোগ দিই! 

‘নিরাপদ কৃষি সম্মাননা ২০২৫’ শুধু একটি সম্মাননা নয়—এটি সেইসব মানুষের উদযাপন যারা নিরলসভাবে কাজ করছেন যাতে প্রতিটি বাংলাদেশী নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পেতে পারে। আপনি যদি একজন কৃষক, গবেষক, উদ্যোক্তা বা অ্যাডভোকেট হন, আপনার কাজ গুরুত্বপূর্ণ। আজই আবেদন করুন বা একজন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিন। আসুন আমরা একসাথে সেই প্রচেষ্টাগুলোর স্বীকৃতি দিই। আর যেসব পদক্ষেপ আমাদের খাদ্য ব্যবস্থায় ইতিবাচক রূপান্তর নিয়ে আসছে, সেগুলো শক্তিশালীকরণে হাত বাড়িয়ে দিই।  

যে কোনো তথ্য পেতে যোগাযোগ করুন: info@futurestartup.com  

চলুন, আমরা ভবিষ্যত বাংলাদেশের জন্য অধিকতর নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য ভবিষ্যৎ গড়ে তুলি। 

Tags:

In-depth business & tech coverage from Dhaka

Stories exclusively available at FS

About FS

Contact Us